ডিএনসিসিতে ১১ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টের ১১টি মামলায় ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নাইন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় এক লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় এক লাখ ৮৫ হাজার টাকা এবং ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ১১টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩ লাখ ৫ হাজার টাকা।