জলাশয়ে উন্মুক্ত পয়ঃনিষ্কাশন পাইপগুলো বন্ধ করে দেওয়া হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার জলাশয়ে উন্মুক্ত পয়ঃনিষ্কাশন পাইপগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ডিএনসিসি এলাকায় কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

মেয়র বলেন, আমরা মাছে-ভাতে বাঙ্গালি, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ।

এসময় মেয়র কুড়িল ফ্লাইওভার লেকে ওয়াক‌ওয়ে নির্মাণের জন্য ডিএনসিসি থেকে অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

আতিকুল ইসলাম বলেন, গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার বিলাসবহুল ভবনগুলোর পয়ঃনিষ্কাশন লাইন পাইপের মাধ্যমে জলাশয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আগামী শীতকালেই জলাশয়ে উন্মুক্ত করা পয়ঃনিষ্কাশন লাইনের পাইপগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দেওয়া হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানকল্পে কল্যাণপুরে সুপরিকল্পিত জলাধারের জন্য অধিগ্রহণকৃত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর জমিই অবৈধ দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করতে হবে।