সেজান জুস কারাখানায় অগ্নিকাণ্ড, এখনও মর্গে অজ্ঞাত ৭ মরদেহ

রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত সাতটি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করতে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (মর্গ) ফরেনসিক বিভাগের চিকিৎসকরা চার মরদেহের হাড় থেকে ডিএনএ  নমুনা সংগ্রহ করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাকসুদ। 

নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাসেম ফুডস লিমিটেডে আগুনের ঘটনায় সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর দুপুরে চার মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এরপর গত ৯ সেপ্টেম্বর আরও একজনের মরদেহ (হাড়গোড়) উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, সেখানেও ফরেনসিক কার্যক্রম শেষ হয়েছে। 

ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, ফরেনসিক কার্যক্রম শেষে মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এর আগে পরিচয় না পাওয়া তিনটি মরদেহ রয়েছে। এ নিয়ে রূপগঞ্জ ট্রাজেডি ঘটনায় সাতটি মরদেহ ঢামেক মর্গে রয়েছে।