প্রকল্পের রেল গেট কিপারদের চাকরি স্থায়ীকরণের দাবি

রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের অস্থায়ী গেট কিপার পূর্ব ও পশ্চিম ঐক্য সমন্বয় পরিষদ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে পরিষদ থেকে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের সকল সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে ১০৩৮+৮৫১ জন প্রকল্পের গেট কিপার পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে। বর্তমানে ডিপিপি অনুসারে ওই উন্নয়ন প্রকল্পের সৃজনকৃত পদের মেয়াদ ৫ বছর ১০ মাস অতিক্রম করেছে। তাই অস্থায়ীভাবে সৃজনকৃত পদ থেকে রাজস্বখাতে পদ স্থানান্তরের বিষয়ে নীতিমালা অনুযায়ী যে পদের মেয়াদ তিন বছর পূর্ণ হয়েছে সেই পদগুলোকে রাজস্বখাতে প্রেরণ করা সম্ভব। অথচ এখানে চার বছর ধরে অনেকে আছেন, তাদের চাকরি রাজস্বকরণের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।

মানববন্ধনে চাকরি স্থায়ীকরণসহ বকেয়া বেতন এবং নিরাপদ কর্মস্থলের দাবি জানায় অস্থায়ী রেলগেট কিপাররা।