বনানীতে লরিকে পিক-আপ ভ্যানের ধাক্কা: নিহত ১

রাজধানীর বনানী সেতু ভবনের সামনে একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিয়েছে। এতে পিক-আপের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাঈল হোসেন (৩২)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মো. আব্দুল জলিলের ছেলে।পুরান ঢাকার একটি মটরপার্সের দোকানে কাজ করতেন তিনি।  

বনানী থানার উপপরিদর্শক এসআই ইয়াসিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোরে একটি পিক-আপে তিন জন যাত্রী মহাখালীর দিকে যাচ্ছিলেন। সেতু ভবনের সামনে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছেনে লাগিয়ে দেয়। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভোর সাড়ে ৫টায় একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’