জীবন বীমার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

জীবন বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জেলা থেকে আগত  চাকরি প্রার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে বলা হয়, গত ৩ ও ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্পষ্ট উল্লেখ ছিল— যারা উত্তীর্ণ হবেন  পরবর্তীতে তাদের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু তা না করে পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌখিক পরীক্ষার বদলে বর্ণনামূলক পরীক্ষার আয়োজন করা হয়। ওই পরীক্ষায় নিজেদের প্রার্থীদের উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়। এমনও দেখা যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কিন্তু ১৮ সেপ্টেম্বরের পরীক্ষার ফলাফলে তাদের রোল নম্বর প্রকাশ পায়।

 লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দাবি, ১৮ তারিখের বর্ণনামূলক পরীক্ষা বাতিল করে পূর্বের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ব্যবস্থা করা হোক।