তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ইয়াসিন তালুকদার (৩৫) মারা গেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসাইন বলেন, ‘ইয়াসিনের শরীরে ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো।’

নিহতের ভগ্নিপতি ফারুক ঢালী জানিয়েছেন,  ইয়াসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার দাশারী বাজার এলাকার মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণের এ ঘটনায় দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছিলেন। দগ্ধ শিক্ষার্থী জিতু হাসান গত শনিবার মারা যান।