ওয়াসা ভবনে বিষধর সাপ

ঢাকা ওয়াসার কেন্দ্রীয় অফিস থেকে বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহে এসব সাপ উদ্ধার করা হয়েছে। এতে ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত এই ভবনে কীভাবে এসব সাপ ঢুকেছে তা নিয়ে খোদ ওয়াসার একশ্রেণির ‘বঞ্চিত’ কর্মীদের দোষারোপ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে নারাজ। 

ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো মেরে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক বাংলা ট্রিবিউনকে বলেন, এমন একটি ঘটনা আমাদের প্রতিষ্ঠানে ঘটেছে। কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে।