বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ৪ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবারসহ (১০ অক্টোবর) আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বর এসব অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টায় থাকছে মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হবে।

এ ছাড়া এদিন রাত ৮ টা এবং রাত সাড়ে ৯টায় মানসিক স্বাস্থ্য ও এবারের প্রতিপাদ্যের ওপর দুটি ফেসবুক লাইভ অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বর মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন জুমে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী আরও ১১টি কর্মশালা। কর্মশালার কয়েকটির বিষয় হলো ‑আপনি কি নিজেকে নিয়ে সন্তুষ্ট? আমাকে নিয়ে আমি যেভাবে ভালো থাকতে পারি, আমাদের জীবনের গল্প আমরাই সাজাই: আত্মহত্যা প্রতিরোধ করি, জীবনকে ভালোবাসুন- মানসিকভাবে সুখী ও অর্থপূর্ণ জীবন গড়ুন, করোনাকালে সন্তান প্রতিপালনে আপনি কী করবেন?: কিছু অহিংস কৌশল জানুন, করোনায় মানসিক সুস্বাস্থ্য: কী করতে পারি আমরা? ইত্যাদি।