শিশুদের জন্য ৮টি পার্ক খুলে দেওয়া হবে: আতিকুল ইসলাম

খুব শিগগিরই সুন্দর ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা, বাউন্ডারি ওয়াল ও নিরাপত্তাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৮টি পার্ক শিশুদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘‘বিশ্ব শিশু দিবস-২০২১ এর নির্ধারিত প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’

আতিকুল ইসলাম বলেন, ‘আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে, জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনও শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘শিগগিরই সুন্দর ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা, বাউন্ডারি ওয়াল ও নিরাপত্তাসহ ৮টি পার্ক শিশুদের জন্য খুলে দেওয়া হবে। এগুলোতে পথশিশুরাও যাতে একটি নির্দিষ্ট সম খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থাও থাকবে। এছাড়াও ডিএনসিসির পক্ষ থেকে ১৪টি পার্কে প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামাদিসহ শিশু কর্নার করে দেওয়া হচ্ছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি ওয়ার্ডেই প্রতি মাসে কমপক্ষে এক দিন শিশুদের খেলাধুলার জন্য একটি রাস্তাকে গাড়িমুক্ত রাখা হবে। শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্ম সনদের সঙ্গে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে।’

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জাতীয় পরিচালক সুরেশ বার্টলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য শবনম জাহান শীলা ও নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বক্তব্য দেন।