ধর্মের নামে উন্মাদনা সৃষ্টিকারীরা রাষ্ট্রকে অকার্যকর দেখাতে চায়: শাজাহান

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, হামলাকারীরা ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখাতে চায়।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি মিছিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ করছে এবং এর পিছনে কারা মদত দিচ্ছে তা এখন মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। তারা এসব অপকর্মের মাধ্যমে সরকারকে উৎখাত করতে চায়।

শাজাহান খান বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী। যখনি বাংলাদেশ কোনও সংকটের মুখে পড়ে, তখনি বাংলাদেশ শ্রমিক-কর্মচারী পেশাজীবী সংগঠনের মধ্য দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা রুখে দাঁড়িয়েছি। আমরা দেশের যে কোনও সংকটে ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন, ধর্মের নামে এক শ্রেণীর মানুষ জামায়াতে ইসলাম, রাজাকার, আলবদর সৃষ্টি করে বাংলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। তারা এখনও চুপচাপ বসে নেই। তারা বারবার হানা দেওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই অপশক্তিকে রোধ করার জন্য শ্রমিক-কর্মচারী বীর মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশকে রক্ষা করবে। শেখ হাসিনার সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমরা বুকে সাহস নিয়ে এগিয়ে যাবো।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।