ডিএনসিসির খাল থেকে ১০ মাসে ৭৫ হাজার টন বর্জ্য অপসারণ

চলতি বছরের প্রথম ১০ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) খালগুলো থেকে বিভিন্ন ধরনের প্রায় ৭৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। 

ডিএনসিসি’র খালগুলো থেকে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন ভাসমান বর্জ্য এবং নাব্যতা বৃদ্ধির জন্য আরও প্রায় ১০ হাজার মেট্রিক টন স্লাজ অপসারণ করা হয়েছে।

সিটি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসব বর্জ্য অপসারণ করা হয়।

তথ্যসূত্র: বাসস