রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় করায় ছয়টি বাসকে জরিমানা

যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় ছয়টি বাসকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর টিটি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব পরিবহনকে শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, ‘সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে তার চেয়ে বেশি আদায়ের কারণে ছয়টি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় যেন না সেজন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।’

বাস মালিকদের নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনা মেনে চলতে সচেতন থাকার আহ্বান জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।