বিএনপির গণঅনশন শনিবার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলাগুলোতে বিএনপির গণঅনশনকে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রয়েছে কেন্দ্রীয় কর্মসূচি। 

গণঅনশনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকবেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজ (১৯ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর যেসব জায়গায় গণঅনশন হবে সেসব ডিভিশনের পুলিশ সদস্যদের এ বিষয়ে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। গণঅনশনকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে পুলিশের নজরদারি থাকবে। এছাড়া কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা গণঅনশনরত কারও ওপর যেন কেউ কোনও ধরনের হামলা করতে না পারে সে বিষয়ে নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

আগামীকাল ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে গণঅনশন ডেকেছে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করবে দলটি।