বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রী ও তার সহকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। নিহতরা হলেন‑ আরিফুল ইসলাম সোহেল(৩২) ও তার সহকারী জাহাঙ্গীর আলম (৩২)।

রবিবার (২১ নভেম্বর) দুপুর দুইটায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত সোহেলের মামাতো ভাই মো. সুজন জানান, সাঁতারকুল এলাকায় সোহেলের নিজের প্রতিষ্ঠান মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্রিল অ্যান্ড ওয়েল্ডিংয়ের দোকান রয়েছে। সেখানে পাশেই একটি নবনির্মিত দোকানে কাজ করতে গিয়েছিলেন তিনি। সেখানে লোহার পাইপ ওঠানোর সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে দুজনই অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে বিকাল সোয়া তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুজন আরও বলেন, এ ঘটনায় আহাদ (১৮) ও মিরাজ নামের দুইজন শ্রমিক সামান্য আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোহেল উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার স্থায়ী বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে। স্ত্রী মেঘলা আক্তারসহ পরিবারের সঙ্গে নিজ বাড়িতে থাকতেন। তিন বোন, এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

জাহাঙ্গীর ঢাকার নবাবগঞ্জের বক্তারনগর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। বর্তমানে বাড্ডা সাঁতারকুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। পাঁচ বোন, এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।