বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়িচাপায় শিক্ষার্থী নিহত

বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত  আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইউসুফ মিয়া (২০)। তিনি পাঠাও চালক ছিলেন বলে জানা গেছে।

ইউসুফ ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা বড় ভাগ গ্রামের কাঠ ব্যবসায়ী আনসার মিয়ার ছেলে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় একটি মেসে থাকতেন। মিরপুর ১২ নম্বরে বঙ্গবন্ধু কলেজ থেকে  এইচএসসি পাস করেছেন।

ইউসুফের চাচাতো ভাই রবিন মিয়া জানান জানান, ইউসুফ পাঠাও মোটরবাইক চালাতো। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় মোটরসাইকেল চালিয়ে উত্তরার বাসায় ফেরার সময় বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে কোনও যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এসআই মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা কোনও যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনে দুর্ঘটনার শিকার হয়েছে তা শনাক্ত করা যায়নি।