রাস্তায় ফেলে দেওয়া সেই নবজাতকের মৃত্যু 

শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর ওয়ারী এলাকার হেয়ার স্ট্রিট থেকে উদ্ধার করা নবজাতকটি মারা গেছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওই নবজাতক কন্যাশিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, নবজাতকটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ওয়ারী থানাকেও অবহিত করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে এগারটায় ওয়ারী এলাকার হেয়ার স্ট্রিট থেকে নবজাতকটি উদ্ধার করে কয়েক তরুণ। দ্রুত শিশুটিকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তারা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। আনুমানিক সাড়ে এগারোটায় দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় নবজাতকটিকে দেখেন।

অপূর্ব জানান, সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনটির সামনের দিকে একতলা একটি টিনশেড ভবনও রয়েছে। ভবনের কোনও এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তার ধারণা। নবজাতকটি প্রথমে টিনশেডের ওপর পড়ে, সেখান থেকে ছিটকে মাটিতে পড়ে।

আরও পড়ুন: ছুড়ে ফেললেও বেঁচে আছে নবজাতকটি!