‘মেয়র সাহেব কী করেন, আমার ভাই রাস্তায় মরে’

‘মেয়র সাহেব কী করেন, আমার ভাই রাস্তায় মরে’—স্লোগানে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডির ২৭ নম্বর মোড় এলাকায় সমবেত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

‘প্রশাসন কি করে, আমার ভাই রাস্তায় মরে’, ‘বার বার আশ্বাস, আর নয় বিশ্বাস’—এমন স্লোগানে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে দশম দিনের মতো আন্দোলন করছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের নিরাপদ সড়কের দাবি অব্যাহত আছে। আমরা নিরাপদ সড়ক না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচিতে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

নাখালপাড়ার শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফ বলেন, আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।

মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর বলেন, আমরা আর কত প্রাণ দিলে সড়ক নিরাপদ হবে?

গ্রিন রোডের হামদর্দ পাবলিক কলেজ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা ফের রাস্তায় নেমেছি।

তিনি বলেন, সরকার বিআরটিসিতে হাফ পাশ ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসি নেই। বেসরকারি বাসেও হাফ পাশ ভাড়া নিশ্চিত করতে হবে। 

লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ও ২৫ নভেম্বর ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় প্রাণ যায় দুজনের। এদের মধ্যে একজন ছিলেন নটর ডেম কলেজের শিক্ষার্থী। অপরজন একটি গণমাধ্যমের কর্মী।