সোমবার রাজপথে নামার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা

দাবি আদায় না হলে সোমবার (২৯ নভেম্বর) আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা সড়কটি ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন শুরু করে।

নাখালপাড়ার শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফ বলেন, আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।

মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর বলেন, আমরা আর কত প্রাণ দিলে সড়ক নিরাপদ হবে?

বিক্ষোভে লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

গ্রিন রোডের হামদর্দ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা আবারও রাস্তায় নেমেছি।

তিনি বলেন, সরকার বিআরটিসি বাসে হাফ পাশ ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসি নেই। বেসরকারি বাসেও হাফ পাশ ভাড়া নিশ্চিত করতে হবে।260944143_582668599512341_3130566731315752576_nছবি: সাজ্জাদ হোসেনছবি: সাজ্জাদ হোসেনছবি: সাজ্জাদ হোসেন