রামপুরা ও শান্তিনগরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরার ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধবুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ১১ দফা দাবি তুলে ধরেন। দ্রুত তারা এই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ করেন। তা না হলে ছাত্রসমাজ আরও বড় আন্দোলন গড়ে তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এদিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধএ ছাড়া জজকোর্টের সামনে জনসন রোডে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে। সেখানে শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স যাচাই করছেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধগত সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার কাঁচাবাজারের বিপরীত পাশের সড়কে বাস চাপায় নিহত হন দুর্জয় নামে এক শিক্ষার্থী। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির চাপায়ও একজন শিক্ষার্থী নিহত হন। এর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।