বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ময়লার গাড়ি সিটি করপোরেশনের নয়!

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটির বলে জানায়। পরে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটির নয়, দক্ষিণের।

ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ দাবি করে, গাড়িটি তাদের নয়, দক্ষিণ সিটির। গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার রয়েছে। তবে ঢাকা দক্ষিণ সিটি দাবি করেছে, স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয়।

.মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ সকালে জানিয়েছিলেন, ওই বৃদ্ধা উত্তর সিটির গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

তখন তিনি জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করেছে পুলিশ।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘এবিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে, গাড়ি, গাড়ির চালক এবং হেলপার কোনোটিই ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়।’

গাড়িটি দক্ষিণ সিটির বলে মানতে নারাজ দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের। তিনি দাবি করেছেন, ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের নয়।

তিনি বলেন, ‘কেউ যদি দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার ব্যবহার করে গাড়ি চালান, তাহলে গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না।’