সন্ত্রাসী-চাঁদাবাজদের অত্যাচারের অভিযোগ গেন্ডারিয়ার এলাকাবাসীর

সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গেন্ডারিয়ার এলাকাবাসী। রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ‘গেন্ডারিয়া এলাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচিতে অভিযোগ তোলা হয়, স্থানীয় শিশির ও মিজু বাহিনীর অত্যাচারের বিষয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজু বাহিনীর অত্যাচারে গেন্ডারিয়া এলাকাবাসী অতিষ্ঠ। চাঁদা না দিলে প্রকাশ্য দিবালোকে নিরীহ সাধারণ মানুষকে মারধর করে তারা।

বক্তারা একটি ঘটনার বিবরণে জানান, গত ৩ নভেম্বর মাহবুব নামে স্থানীয় একজন বাসিন্দাকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর পরদিন শিশিরের নির্দেশে বাঁধন আহমেদ নামের আরেক বাসিন্দাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজু, মিজান ও উজ্জ্বল ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব বিষয়ে থানায় জানালেও মামলা নেওয়া হয়নি।

মানববন্ধনে এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন গেন্ডারিয়ার এলাকাবাসী।