জজ কোর্ট এলাকা প্রতারকমুক্ত করার দাবিতে মানববন্ধন

ঢাকা জজ কোর্ট এলাকা এক শ্রেণির প্রতারকে সয়লাব বলে মানববন্ধনে অভিযোগ করেছে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামে একটি সংগঠন। তাদের মতে, জজ কোর্টসহ দেশের বিভিন্ন আদালতে ভাড়ায় বাদী সেজে মামলা করে এই প্রতারকরা। মামলার পর গ্রেফতারি পরোয়ানা বের করে তারা পুলিশকে বিভ্রান্ত করে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। এসব প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী বলেন, সিল-স্বাক্ষর ও কাগজ জাল করে সাজানো গ্রেফতারি পরোয়ানা তৈরি করে চক্রটি। এ ধরনের প্রতারক ঢাকার জজ কোর্টে প্রাঙ্গনে বেশি ঘোরাঘুরি করে। দেশের অন্যান্য আদালতেও এদের বিচরণ আছে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, সারা দেশেই সাজানো ঘটনায় মামলার ধকলে অগণিত মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এক জেলা থেকে আরেক জেলায় মামলার হাজিরা দিতে হচ্ছে, হাজতও খাটছেন অনেকে। এক শ্রেণির প্রতারক চক্রের কারসাজিতে মানুষ বিপদে পড়ছেন। এর বিরুদ্ধে সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন, গণফোরাম নেতা আবদুল রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।