শহীদ নগর এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবি

রাজধানীর লালবাগের কামরাঙ্গীরচর মৌজার শহীদ নগর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) পরিচালিত উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে যোগ দেয়।

তারা বলেন, সিএস, এসএ, আরএস, ঢাকা সিটি জরিপে আমাদের নামে জমি রেকর্ড হয়। আমরা নিয়মিত সরকারের সমস্ত উন্নয়নের কর পরিশোধ করি। দীর্ঘ ৫০-৬০ বছর যাবত আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু হঠাৎ গত ২৩ ডিসেম্বর সকাল দশটার দিকে ঢাকার জেলা প্রশাসকের পক্ষে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে মাইকিং করে।

'মাইকিং থেকে আমরা জানতে পারি আগামী ২৬ ডিসেম্বর সকালে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। কারণ, আমাদের পক্ষে জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে ব্যক্তিমালিকানার সম্পত্তি বলে আদেশ আছে। আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনও মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক এবং যদি আমাদের কাগজপত্র অবৈধ হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাবো।'

তারা আরও বলেন, ওই এলাকায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। তাই এই মানবিক দিক চিন্তা করে উচ্ছেদ অভিযানটি বন্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসীর পক্ষে এসময় বক্তব্য রাখেন মো. সাগীর আহম্মেদ রাজু, মো. আলাউদ্দিন, মো. রিপন, রাজু আহমেদ প্রমুখ।