রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে চলা তদারকিতে পুলিশ, ১১ জনকে জরিমানা

সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার বিষয়টি তদারকি করতে মাঠে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা ও থুতনিতে মাস্ক ঝুলিয়ে রাখার কারণে ১১ জনকে সব মিলিয়ে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখনও মানুষ মাস্ক না পরার বিষয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আমরা যতটুকু সম্ভব লোকজনদের সচেতন থাকার কথা বলছি। নতুন সরকারি নির্দেশ মেনে মাস্ক পরে চলাফেরার পরামর্শ দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চলা লোকজনকে সতর্ক করছি।’

স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।