শ্যামপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর রাত ২টা ২০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে সাত তলা ভবনের চারতলায় আগুনের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার ১১টা ৪৫ মিনিটে শ্যামপুরের আলম গার্মেন্টসে আগুনের খবর পাই।  ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা  প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আব্দুল হালিম আরও বলেন, ‘এ ঘটনায় আমরা হতাহতের কোনও খবর পাইনি। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তারপরও আমরা সব বিষয় খতিয়ে দেখছি। চারতলা ভবনে আগুন লাগার পর সেখান থেকে এবং আশপাশের কয়েক তলা থেকে আমরা সাত জনকে উদ্ধার করেছি। এছাড়া তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে।’