ডিএসসিসির অভিযানে উচ্ছেদ হলো অবৈধ বিলবোর্ড ও মাছ বাজার

রাজধানীর জুরাইনে অবৈধ বিলবোর্ড এবং খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৩৬টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধোলাইপাড় মোড় হতে জুরাইন রেলগেইট সিটি করপোরেশন মার্কেটের দু’পাশে অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের যৌথ নেতৃত্বে খিলগাঁও তিলপাপাড়ায় রাস্তার ওপর অবৈধভাবে গড়ে তোলা মাছ বাজার উচ্ছেদ করা হয়।

জুরাইনের অভিযানে ছোট-বড় ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ৪টি অবৈধ স্থাপনার প্রতিটিকে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি রেস্তোরাঁর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করা মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর অপরাধে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে তিলপাপাড়ার অভিযানে অবৈধ মাছ বাজার প্রতিষ্ঠা করায় চার ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারটি পুরোপুরি উচ্ছেদ করা হয়। এ ছাড়াও ২৫ ফার্নিচার ব্যবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রাসেল সাবরিন বলেন, জনদুর্ভোগ লাঘবে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার আরও বড় পরিসরে জুরাইন এলাকার অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চলবে।

এ সময় ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।