কাওলা উড়াল সেতুর নির্মাণ কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কাওলা এলাকায়  উড়াল সেতুর নির্মাণ কাজ করার সময়ে ওপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম রাহিদুল ইসলাম স্বপন(৫০)। 

মৃতের সহকর্মী রাহাত আহমেদ লিমন জানান, রাহিদুল স্টিল পিটার শ্রমিক ছিলেন। বিকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সেতুর কলামের কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের জহির উদ্দিনের ছেলে রাহিদুল।  কাওলা এলাকায় নির্মাণ শ্রমিকদের থাকার ক্যাম্পে থাকতেন।