একাধিক সিলিন্ডার ব্যবহার করাতেই মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড: তিতাস

একাধিক সিলিন্ডার একসঙ্গে যুক্ত করে ব্যবহার করতে গিয়ে মোহাম্মদপুরের নবাবী ভোজ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস লিমিটেড।

রবিবার (২৭ মার্চ) তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, রবিবার বিকেল পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে নবাবী ভোজ রেস্তোরাঁয় আগুন লেগে পাঁচ কর্মী দগ্ধ হয়। ঘটনার পরপরই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

প্রত‍্যক্ষদর্শীদের কথা থেকে প্রাথমিকভাবে জানানো হয়, রেস্তোরাঁর রান্নাঘরে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে আগুন লেগে যায়।

তিতাস তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার খবর পাবার পর তাৎক্ষণিকভাবে তিতাসের জরুরি টিম  দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা দেখেতে পান একটি হোস পাইপের মাধ্যমে একাধিক সিলিন্ডার সংযুক্ত করে ব্যবহার করা হচ্ছিল। ব্যবহৃত হোস পাইপটি খুলে যাওয়ায় দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক  অনুসন্ধানে জানা যায়। 

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের এক কর্মকর্তা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বলছি এসব দুঘটনার সব কারণ তিতাস নয়। অনেক সময় গ্রাহক নিজেদের ইচ্ছামতো কোনও রকম সুরক্ষা ছাড়াই গ্যাস ব্যবহার করছেন। এসব কারণেও ঘটছে এসব দুর্ঘটনা’। তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে করেছি। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে’।