গরমে স্বস্তির খোঁজে নগরবাসী (ফটোস্টোরি)

চৈত্রের খাঁ খাঁ রোদে বিপর্যস্ত নগরজীবন। বাস, রিকশা, ফুটপাত বা পার্কে—সবখানেই যেন গরমে হাঁসফাঁস অবস্থা। নিজেদের একটু শীথিলায়নে তাই গাছের নিচে আশ্রয় বা ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছেন কেউ কেউ।

শুক্রবার (১ এপ্রিল) ছুটির দিন, তাই অনেকে ঘুরতে বের হয়েছেন। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেখা যায়, ঘুরতে বের হওয়া মানুষ রাস্তার ধারে ঠন্ডা ফলের শরবত খেয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের গাছের ছায়ায় গামছা পেতে শুয়ে থাকতে দেখা যায় অনেককে। নাসিরুল ইসলামের ক্যামেরায় তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো—