যাত্রী কম, তাই দেরিতে ছাড়ছে বাস

ঈদযাত্রায় মহাসড়কে যানজট ও ফেরিঘাটগুলোতে আটকে পড়ার ভয়ে এবার বাসের অগ্রিম টিকিটে তেমন সাড়া পড়ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তারা বলছেন, ভোগান্তি এড়াতে অনেকেই ট্রেনের টিকিট পাওয়ার চেষ্টা করছেন। ট্রেনে না পেলে পরে বাসের টিকিট নিতে আসবেন।

রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড ঘুরে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।

শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার আলমগীর বলেন, মূলত ২৯ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। এসি বাসের টিকিট বিক্রি হয়ে গেছে।

সাকুরা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মাইনুল বলেন, আগের বছরগুলোতে টিকিট বিক্রির ধুম পড়তো। এবছর সেরকম ভিড় নেই। আগেভাগেই অনেকে রাজধানীর ছাড়ছেন।

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেলো, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে রাজধানী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো নির্ধারিত সময়ের দেড় থেকে দুই ঘণ্টা পর ছেড়ে যাচ্ছে। ফাঁকা আসন পূরণের জন্যই দেরি হচ্ছে বলে জানা গেলো।

বাসযাত্রী কবির আহমেদ বলেন, ‘আগেভাগেই বাড়ি যাচ্ছি। কিন্তু সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও ১২ বাজতে চললো, এখনও বাস ছাড়েনি।’

রায়হান নামের আরেক যাত্রী বললেন, ‘১ তারিখের টিকিট নিতে এসেছিলাম। টিকিট পেয়েছি। রাস্তায় কোনও ভোগান্তি ছাড়া যেন পরিবারের সঙ্গে ঈদ করতে পারি সেটাই এখন প্রত্যাশা।’