‘ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি’

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চুরি, ছিনতাই বা পকেটমারের খপ্পরে পড়ার ঘটনা প্রতি ঈদে ঘটতো। তবে এবার ভিন্ন চিত্র। এবারের ঈদযাত্রায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা রেলওয়ে থানা পুলিশের দাবি, যাত্রীরা নিরাপদেই যাতায়াত করছেন। ফলে তাদের মধ্যে এবার রয়েছে স্বস্তি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার কমালাপুর রেলস্টেশনে ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। এরকম কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এবার যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করেছেন।’

থানার সেকেন্ড অফিসার মোহম্মদ সেকেন্দার আলি বাংলা ট্রিবিউনের কাছে উল্লেখ করেন, ‘বর্তমানে যাত্রীরা বেশ সচেতন। রেলওয়ে পুলিশও আগের চেয়ে অনেক বেশি তৎপর। তাই স্টেশন এবং রেলের অভ্যন্তরে অপরাধের মাত্রা কমে এসেছে।’

ঈদের আগের দিন থেকে কমলাপুরে দায়িত্বে থাকা রেলওয়ে নিরপত্তা বাহিনীর সদস্য উৎপল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। কিন্তু গুরুত্ব দেওয়ার মতো অভিযোগ পাওয়া যায়নি। ঈদ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন।’