মশা ঠেকাতে চিরুনি অভিযান চলছে ঢাবির হলে

রাজধানীতে বেড়েছে এডিস মশার উপদ্রব। ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে স্বাস্থ্য অধিদফতরের সার্ভের ভিত্তিতে ৭টি ওয়ার্ড চিরুনি অভিযান পরিচালনা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন- ডিএসসিসি।

গতকাল (১০ মে) শুরু হয় ডিএসসিসির মশকবিরোধী চিরুনি অভিযান। প্রথম দিনে ২১ নং ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় চালানো হয় অভিযান। মঙ্গলবার পরিচ্ছন্নতার অভিযান চলছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে।

IMG_20220511_093458

সকাল সাড়ে ৯টায় মশক নিধন কর্মীদের ১৩ সদস্যের একটি টিম তিন ভাগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে লার্ভিসাইডিং শুরু করে।  প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ইন্টারন্যাশনাল হল থেকে শুরু হয় দ্বিতীয় দিনের অভিযান। এভাবে প্রতিটি হলেই লার্ভিসাইডিং চলবে বলে জানিয়েছেন মশক নিধন কর্মীরা।

IMG_20220511_093617

 

IMG_20220511_095026