গুলিস্তান পার্কের ইজারাদারকে সতর্ক করলো ডিএসসিসি

গুলিস্তান পার্কের (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পার্ক) ইজারাদারকে সতর্ক করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে ইজারাদার মো. হেলু মিঞাকে চিঠি দিয়েছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা।

সোমবার (৩০ মে) চিঠি দিয়ে বলা হয়েছে, শর্ত না মানলে ইজারা বাতিল করে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে বলা হয়েছে, ডিএসসিসির আওতাধীন গুলিস্তান পার্কের পূর্ব অংশে নবনির্মিত পাবলিক টয়লেট, ক্যান্টিন ও পার্কের প্রবেশমূল্যের সর্বোচ্চ দর প্রস্তাবকারী হিসেবে ইজারা দেওয়া হয়। দেখা যাচ্ছে পার্কের দক্ষিণ-পশ্চিম কোণে কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ)-এর পাশের গেট সংলগ্ন স্থানে ফলের আড়ত বসিয়ে পার্কের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এতে ইজারার শর্ত লঙ্ঘন হয়েছে।

ওই আড়ত সরিয়ে পার্কের মূল স্থাপত্য নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্কটি পরিচালনা করতে ইজারদারকে সতর্ক করেছে সিটি করপোরেশন।