রামপুরা খালে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করলেন তাপস

রাজধানীর রামপুরা খালের ওপর একটি অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কাজ চলার সময় নির্মাণ শ্রমিকদের তিনি বলেন, ‘কাজ হবে না। বন্ধ, বন্ধ।’

বুধবার (২২ জুন) সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়েছিলেন তাপস। প্রথমে তিনি যান মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান’ পরিদর্শনে। পরিদর্শন শেষে গন্তব্যে যাওয়ার সময় মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় তিনি দেখেন, রামপুরা খালের ওপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন।

দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

পরে মেয়র নৌকায় ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

অভিযানের সময় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ ওয়ার্ডগুলোর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।