শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে মোমবাতি প্রজ্বালন

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্কর্যশিল্পী রাশা, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা ও নাট্য অভিনেতা আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

এসময় আমিনুল ইসলাম বুলবুল বলেন, "শহীদ জননী জাহানারা ইমাম আমাদের সাহস ও অনুপ্রেরণা। আজ তার ২৮তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহীদ জননী জাহানারা ইমাম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার আন্দোলন ও সংগ্রামের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি। তার অসামান্য অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ।"

ভাস্কর রাশা বলেন, "শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন স্বাধীনতাবিরোধীদের আতঙ্ক। ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আন্দোলনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। শহীদ জননীর নেতৃত্বে আমরা রাজাকারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। তার স্বামী এবং সন্তানকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন। শহীদ জননীর স্বপ্ন ও আদর্শ এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা বিরোধী হেফাজত-জামায়াত অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।"