‘২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘সিটি করপোরেশন কোনও ওয়ার্ডে ২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নকাজে অর্থ বরাদ্দ করবে না।’

বুধবার (৬ জুলাই) রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন নালার নির্মাণ কাজ দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। 

পরিদর্শনের সময় মেয়র আতিক দেখতে পান, নির্মাণাধীন নালার ওপর যে রাস্তাটি রয়েছে তার আয়তন ২০ ফুটের নিচে কিন্তু রাস্তার দুই পাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে।

পরিদর্শনের সময় মেয়র আতিকএ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘রাজউক হতে বহুতল ভবন নির্মাণের অনুমতি আনতে হলে ২০ ফুট প্রশস্ত রাস্তা থাকতে হয়। সেই ২০ ফুট প্রশস্ত রাস্তা তো দেখতে পাচ্ছি না। এখানে ১০-১২ ফুট প্রশস্ত রাস্তা রয়েছে। এখন ভবন ভেঙে ২০ ফুট প্রশস্ত রাস্তা বের করতে হবে। আর ভবন ভাঙার দায়িত্ব ভবনমালিক ও এলাকাবাসীকে নিয়ে হবে। তা না হলে ২০ ফুটের নিচে কোনও রাস্তার উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ করবে না সিটি করপোরেশন।’

উপস্থিত জনতা জানান, নুরেরচালা, সাঈদনগরের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যায় ভুগছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়। তারা মেয়রকে সহযোগিতা করারও আশ্বাস দেন।

মেয়র আতিক বলেন, ‘বারিধারা ১০০ ফিট রাস্তা যখন নির্মাণ করা হয়, তখন বৃষ্টির পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা রাখা হয়নি। যার ফলে সাঈদনগর ও নুরেরচালার রাস্তায় পানি আটকে থাকে। এটা ইউনিয়ন পরিষদ ছিল, এখন সিটি করপোরেশনের আওতায়। ইউনিয়নের নিয়ম আর এখানে চলবে না। এখানে সিটি করপোরেশনের পরিকল্পনা মতো কাজ হবে।’

তিনি জানান, ডিএনসিসির আওতায় নবগঠিত ১৮টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন ও খাল খননের জন্য সরকার ৪ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, এ প্রকল্পের আওতায় নুরেরচালা মসজিদ থেকে সুতিভোলা খাল পর্যন্ত ১ হাজার ৪২২ মিটার পানি নিষ্কাশন নালা নির্মাণ করছে ডিএনসিসি। সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প পরিদর্শনের সময় উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেসহ অন্যরা উপস্থিত ছিলেন।