ওয়াসার এমডিকে আমেরিকা থেকে অফিসের সুযোগ দেবে না বোর্ড

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে আমেরিকা হতে ঢাকায় অফিস করার সুযোগ দেবে না পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

তিনি জানান, তাকসিম এ খান ওয়াসা বোর্ডের কাছে ঈদের পর দুই মাস আমেরিকায় থেকে অফিস করার অনুমতি চেয়েছিল। তাকে সে অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি ছুটি নিয়ে আমেরিকায় যেতে পারবেন বলেও বোর্ড সভায় সিদ্ধান্ত হয় এবং তার দুই মাসের ছুটি মঞ্জুর করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসা বোর্ডের এক  প্রতিনিধি বলেন, ‘যুক্তরাষ্ট্রে যখন দিন, বাংলাদেশে তখন রাত। তিনি কীভাবে আমেরিকা থেকে বাংলাদেশে অফিস করবেন, এটা নিয়ে অনেক বোর্ড সদস্যদের মনে প্রশ্ন রয়েছে।  ওয়াসা বোর্ডের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি গত বছর তিন মাস আমেরিকা থেকে বাংলাদেশে অফিস করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।’ 

ওয়াসার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে দুই মাসের ছুটিতে যাবে। সংখ্যা গরিষ্ঠ সদস্যরা এর পক্ষে মত দিয়েছেন।’

উল্লেখ্য, ওয়াসার এমডি তাকসিম ২০২১ সালের ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই দুই মাস বোর্ড থেকে ‘ওয়ার্ক ফ্রম আমেরিকা’এর অনুমতি নিয়ে ঢাকা ছাড়েন। চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দুই মাসের অনুমতি থাকলেও সেখানে থেকে তিন মাস অফিস করেন তিনি। ছুটিতে যাওয়ার অল্প কিছুদিন আগে তার চুক্তি নবায়ন করে ঢাকা ওয়াসা বোর্ড। তখন তার কোনও ছুটি পাওনা ছিল না।
 
তার পরিবার যুক্তরাষ্ট্রে থাকে বলে জানা গেছে।