সেপ্টেম্বরে ৫০০টি স্মার্ট পার্কিং চালু করবে উত্তর সিটি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী সেপ্টেম্বর মাসে ৫০০টি স্থানে স্মার্ট পার্কিং চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয়ে 'স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ'-এর প্রতিবেদন ঘোষণা অনুষ্ঠানে বিষয়টি উল্লেখ করেন।

মেয়র বলেছেন,  আগামী মাসে আমরা সিটি করপোরেশনের রাস্তায় প্রথম ধাপে ৫০০টি স্থানে ডিজিটাল পার্কিংয়ের ব্যবস্থা করবো। আইওটি প্রযুক্তি ব্যবহার আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন।

মেয়র জানান, স্মার্ট পার্কিংয়ের এই শুরুটা রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে করতে চাই। আমরা গতকাল এ নিয়ে মিটিং করেছি। কলকাতায় আমরা দেখেছি ওয়ার্ডেন থাকে, তারা পজ মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরাও সেরকম করতে চাই। আইওটি প্রযুক্তির মাধ্যমে সমগ্র সিস্টেমটি পরিচালনা করা হবে।'

মেয়র আতিকুল জানান, পার্কিং এলাকাগুলো ইজারার মাধ্যমে পরিচালিত হবে ও নির্দিষ্ট সময়সীমার জন্য ফি প্রদান করতে হবে।