তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে আগুন লাগা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৮ জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামার পাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আহতরা হলে– আলামিন, শফিকুল, মাসুম, শাহীন, আলমগীর, নূর হোসেন, মিজানুর ও ভাঙারি দোকান মালিক গাজী মাজহারুল। এদের মধ্যে অধিকাংশই রিকশাচালক।

দগ্ধদের উদ্ধারকারী জসিম জানিয়েছেন, প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহতদের বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তুরাগ থানা অবগত আছে।

আহতদের বরাত দিয়ে তিনি বলেন, ভাঙারি দোকান ও রিকশা গ্যারেজ পাশাপাশি। ভাঙ্গারি দোকানে আগুন লাগে ও বিস্ফোরণের ঘটনা ঘটে।  পরে আগুন রিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন বলেন, ‘আহতদের কেউই আশঙ্কা মুক্ত নন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’