হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন

জ্বালানি সাশ্রয়ে পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

কর্মসূচি থেকে আরও দাবি করা হয়, ‘পথচারী নিরাপত্তা প্রবিধানমালা-২০২১’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা; পথচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা; সহজে ও নিরাপদে জেব্রা ক্রসিং দ্বারা রাস্তা পারাপারের সুযোগ সৃষ্টি; রাতে পথচারীদের বিশেষত নারীদের চলাচল নিরাপদ করার লক্ষ্যে ফুটপাথ ও সড়কে আলোর ব্যবস্থা করতে হবে।

এছাড়া ফুটপাতে ছাউনি, বসার ব্যবস্থা, খাওয়ার পানি, গণশৌচাগার ইত্যাদি নিশ্চিতকরণ; পথচারীর নিরবচ্ছিন্ন চলাচল বাধাগ্রস্ত না করা; ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও সড়কে অবৈধ পার্কিং বন্ধ করা; ফুটপাতে হকারদের ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা; যেখানে পথচারী চলাচলের ঘনত্ব বেশি সেখানে কেবল পথচারীদের জন্য সড়ক ব্যবস্থা চালু করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে।

বক্তারা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি সংকটের মুখে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাবে জনসাধারণের যাতায়াত ব্যয় ছাড়াও অন্যান্য খরচ বৃদ্ধি পাবে। ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ফলশ্রুতিতে শুধু জ্বালানি অপচয় নয়, বৃদ্ধি পাচ্ছে যানজট, দুর্ঘটনা, দূষণ। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে এ সকল সমস্যা হ্রাস করা সম্ভব।

বক্তারা আরও বলেন, ঢাকা শহরের প্রায় ৬০% মানুষ কোনও না কোনভাবে হেঁটে যাতায়াত করা স্বত্বেও নগর যাতায়াত পরিকল্পনায় হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ শহরের অধিকাংশ মানুষ হাঁটা, রিকশা, গণপরিবহনের ওপর নির্ভরশীল। হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হলে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, বি-স্ক্যান, ডিজ্যাবিলিটি ডিফারেন্ট প্রোগ্রাম (ডিডিপি), ছায়াতল বাংলাদেশ, লিও ক্লাব অফ ঢাকা ওয়েসিস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ মোট ১৯টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।