স্ল্যাব পোক্ত না হতেই উঠে গেলো ট্রাক

রাজধানীর ভাটারা এলাকায় নর্দমার ওপর সদ্যনির্মিত স্ল্যাবে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উঠে গেলে তা ভেঙে যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের ভাটারার অন্তর্গত ছোলমাঈদ বেপারী বাড়ী এলাকায় সোমবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটির পেছনের দিক স্ল্যাব ভেঙে ঢুকে যায়। এতে গাড়িটি আধাঘণ্টা একদিকে হেলে ছিল।

কানেক্টিং ডিস্ট্রিবিউশন কোম্পানির সিকিউরিটি গার্ড কামাল হোসেন বলেন, গাড়িটি আমাদের কোম্পানির গ্যাস নিয়ে বের হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা শাহাদাত বলেন এলাকায় এমন পাঁচটি নতুন স্ল্যাব বানানো হয়েছিল। অসময়ে যানবাহন ওঠায় চারটিই ভেঙে গেছে।

এ বিষয়ে উত্তর সিটির ৯ নং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন মানিক বলেন, একটি স্ল্যাব কাস্টিং করার পর ২৮ দিন সময় দিতে হয়। তার আগেই এর ওপর দিয়ে গাড়ি চালানো হয়েছে।

তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আবার কাজটি সম্পন্ন করবে। তবে জনগণকেই এটা রক্ষার দায়িত্ব নিতে হবে।