ডিএনএ নমুনা রেখে চকবাজারে নিহত ছয় শ্রমিকের লাশ হস্তান্তর

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকার ঢাকা প্লাস্টিক নামে একটি চারতলা বিশিষ্ট ভবনের অগ্নিকাণ্ডে নিহত ৬ হোটেল কর্মীর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এছাড়া মরদেহ থেকে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। এরপর চকবাজার  থানা পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ( মিটফোর্ড হাসপাতাল) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ওমর ফারুক বলেন, মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো সিআইডির ফরেনসিক টিমকে দেওয়া হবে।

মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছয় মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া প্রশাসন সম্পন্ন করেছে।

এদিকে চকবাজারে কামালবাগের আগুনে যে ছয় জনের মরদেহ পাওয়া গেছে, তাদের ৬ জনের পরিচয় জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তারা হলেন, ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬) ও শরীফের (১৬) ও রুবেল (২৮)।