পাওনা পরিশোধের দাবিতে এসপিসি ওয়ার্ল্ডের গ্রাহকদের সংবাদ সম্মেলন

ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ গ্রাহকদের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলে বিনিয়োগকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছে এসপিসি ইউজার ফোরাম।

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি স্বপন আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী রিয়াজুল ইসলাম।

তারা বলেন, দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে ১২/১৩ মাস অতিবাহিত করেছে। আমরা তাদের মিথ্যা আশ্বাসের পেছনে ঘুরতে ঘুরতে আমাদের ঘাড়ে পাওনাদারদের টাকার পাহাড় চেপে বসেছে, যে টাকা পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। পাওনাদারদের চাপে বাড়িঘর ছেড়ে সর্বস্বান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে।

তারা বলেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের এমডি আলামিন প্রধানের নিকট থেকে আমাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিনিয়াগকৃত অর্থ যাতে ফেরত পাই, সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের ভূমিকা আশা করছি।

উল্লেখ্য, ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ একটি অ্যাপভিত্তিক অনলাইন আয়ের মাধ্যম। দেশে যখন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একের পর এক নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে,  তখন সামনে আসে ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না। ভুক্তভোগী গ্রাহকদের দাবি, বিভিন্ন উপায়ে এসপিসির মাধ্যমে আয় করা টাকাগুলো তাদের ওয়ালেটে জমা রয়েছে। তারা কোনোভাবেই এ টাকা ক্যাশ আউট করতে পারছেন না। সব গ্রাহকের একই অবস্থা।