কেরানীগঞ্জে আগুনে শিশুসহ দগ্ধ ৬

ঢাকার কেরানীগঞ্জে মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের ঘটনায় শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

দগ্ধরা হলেন–মোছা. বেগম (৬০) ২৩ শতাংশ, মোছ. মারিয়ম (৮) ৬০ শতাংশ, মোছা. সনিয়া (২৬) ২৩ শতাংশ, মো. ইয়াসিন (১২) ২৮ শতাংশ, মো. শাহাদাত (২০) ৫২ শতাংশ, মোছা. ইদুনী বেগম (৫০) ৫০ শতাংশ দগ্ধ।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে রান্নাঘরে যান বেগম। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লিকেজ থেকে রুমটিতে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা সবাই (ছয় জন) দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধ ছয় জনের কেউই শঙ্কামুক্ত নন। তাদের চিকিৎসা চলছে।