উত্তরায় আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে ডুগাল্ড ফিনলে সন (৬০) নামে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের হোটেল মেরিনার দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষের বাথরুম থেকে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। সেখানে দুপুর একটা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ওই হোটেলের ১০৮ নম্বর কক্ষে ওঠেন তিনি। আজ বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন।

জানা গেছে, তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন।

পুলিশের ধারনা, হয়তো বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন। তবে অন্য কোনও কারন রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।