বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ যাত্রী আটক

৮০ হাজার সৌদি রিয়াল পাচারের অভিযোগে সিঙ্গাপুরগামী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা কাস্টম হাউজ শনিবার (১৫ অক্টোবর) সকালে যৌথ অভিযান চালিয়ে যাত্রী মো. আসাদুজ্জামান নূরকে আটক করে।

ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিক ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মো. আসাদুজ্জামান নূর ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর আসেন। বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমানের কাউন্টারে যাওয়ার সময় চোরাচালানের সন্দেহে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় এই যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসা করা হলে মো. আসাদুজ্জামান নূর বলেন, ‘তার সঙ্গে কোনও বৈদেশিক মুদ্রা নেই।’ পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে ১৬০টি ৫০০ সৌদি রিয়াল মানের নোট পাওয়া যায়। তার লাগেজ তল্লাশি করে ৮০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। ইউএস ডলারে যা প্রায় ২১ হাজার ৮৮৬ মার্কিন ডলার।

রাজস্ব কর্তকর্তা শফিক ইসলাম জানান, ফরেনসিক পরীক্ষা ব্যতিত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুদ্রাগুলো জব্দ করা হয়। কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে ওই যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।