রাজধানীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর কদমতলীতে সাজেদা নুর (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। সোমবার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাবো গ্রামের মো. সালাউদ্দিন ও মনোয়ারা বেগমের মেয়ে সাজেদা নুর। বর্তমানে কদমতলীর পূর্ব শ্যামপুর শাহী জামে মসজিদ রোডে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। সে শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

ওই কিশোরীর বাবা জানান, তার ছেলে-মেয়ে একই স্কুলে পড়ে। সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে সাজ্জাদ স্কুল শেষে বাসায় ফেরে। মেয়ে সাজেদা ক্লাশ পরীক্ষা শেষে নদীর পাড়ে বেড়াতে যায়। বিষয়টি তার মাকে জানায় সাজ্জাদ। মেয়ে ফেরার পর মা তাকে শাসন দেন। পরে মেয়ে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেয়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে বাবা-মা দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানিয়েছি।’