সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের ৪২ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আনিসুল হক সাকি। তার মৃত্যুতে দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন একই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ মার্চ) ইউনিভার্সিটির আইন বিভাগের সামনে হাউজবিল্ডিং মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন মোল্লা সবুজ, ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জুয়েল, আইন বিভাগের ২৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট ফরহাদ মিয়া।

মানববন্ধনে বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে আর কোনও সাকিকে যেন অকালে প্রাণ হারাতে না হয় সেই দাবিও জানানো হয়। পাশাপাশি লাব্বাইক বাসের রুট পারমিট বাতিল চেয়েছেন তারা।

কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-আরিফ চৌধুরী, মাহবুবুর রহমান তুহিন, আলামিন হোসেন, রফিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সুমন হাওলাদার, শরীফ আহমেদ প্রমুখ।