তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নাখালপাড়া বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ সব তথ্য জানান।

মোয়াজ পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফের ছেলে।

মৃতের চাচা কাউসার জানান, মোয়াজ বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। তার বাবা তাকে ফুফুর বাড়িতে রেখে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে আনতে গিয়েছিলেন। ওই সময় কোনও এক ফাঁকে বাসা থেকে বের হয়ে সে রেললাইনে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাচ্চু মিয়া বলেন, ‘আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ঢাকা রেলওয়ে থানাকে জানিয়েছি।’